প্রকৌশল বিভাগ
১। নৌ-বন্দর সমূহে যাত্রী সাধারনের মালামাল উঠানামার সুবিধার্থে টার্মিনাল ভবন, ষ্টীল গ্যাংওয়ে, আর.সি.সি জেটি, ট্রানজিড সেড নির্মাণ, মেরামত ও সংরক্ষন কাজ।
২। বিভন্ন নদীর তীরবর্তী স্থানে ফেরীঘাট নির্মাণসহ যাত্রী সাধারনের সুবিধার্থে ফেরী টার্মিনাল, পার্কিং ইয়ার্ড, সংযোগ সড়ক, যাত্রী বিশ্রামাগার মেরামত ও সংরক্ষন।
৩। বন্দর, ফেরীঘাট ও লঞ্চঘাট সংলগ্ন এলাকায় সীমিত আকারে নদীর তীর রক্ষার কাজ।
৪। জমি অধিগ্রহনের ব্যবস্থাসহ নতুন প্রকল্প প্রনয়ন ও জরিপসহ অন্যান্য কাজ।
নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগ
১। অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌ-পথে দিবা/রাত্রি নৌ-যান চলাচলের নিমিত্তে নৌ-সংকেত ও নৌ-সহায়ক যন্ত্রপাতি স্থাপন ও সংরক্ষন।
২। অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌ-পথ অতিক্রমে নৌ-যান চলাচলের সহায়তার জন্য পাইলটেজ সুবিধা প্রদান।
৩। নদী পথে পরিবহনকৃত যাত্রী ও মালামাল নিরাপদে উঠানামার সুবিধার্থে পন্টুন স্থাপন/প্রতিস্থাপন এবং সংরক্ষন করা।
৪। নৌ-যানের মালিক/অপারেটরদেরকে বিভিন্ন নৌ-পথে ড্রাফট সীমা জানিয়ে পাক্ষিক নদী বিজ্ঞপ্তি জারি করা।
৫। নৌ-বন্দরে ঝড়ের সংকেত দেখানোর জন্য আবহাওয়া অফিস থেকে সংকেত সংগ্রহ করা ও বিভিন্ন বন্দরে তা প্রেরণ করা।
৬। নাব্য নৌ-পথে সৃষ্ট বাধা বিঘ্ন অপসারন ও নিমজ্জিত নৌ-যান উত্তোলন/অপসারন করা সহ অন্যান্য কাজ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস