অধ্যাদেশে বর্ণিত বিআইডব্লিউটিএ এর দাযিত্ব ও কার্যাবলী নিম্নরূপ :
১। নৌ-পরিবহনের নাব্যতা সৃষ্টির উদ্দেশ্যে নৌ-সংরক্ষন ও নদী শাসন এবং নৌ-পরিচালনের সুবিধার্থে অভ্যন্তরীণ নদীপথে
মার্কা, বয়াবাতি, বিকন বাতিসহ নৌ সহায়ক সামগ্রী স্থাপন।
২। হাইড্রোগ্রাফিক জরিপ এবং নৌ-পথের চার্ট প্রকাশনা।
৩। পাইলটেজ সুবিধা প্রদান।
৪। নৌ-পথ ও আবহাওয়া সংক্রান্ত তথ্য পরিবেশন।
৫। অভ্যন্তরীণ নৌ-পথের নাব্যতা সংরক্ষনের জন্য ড্রেজিং কর্মসূচী প্রণয়ন ও বাস্তবায়ন। নতুন নৌ-পথ চালু করার উদ্দেশ্যে
মৃত-মৃতপ্রায় নদী, খাড়ি ও খাল খনন।
৬। অভ্যন্তরীণ নদী-বন্দর ও লঞ্চঘাট উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও পরিচালন। নদী-বন্দর ও ঘাট সমূহ টার্মিনাল সুযোগ-সবিধা প্রদান।
৭। অভ্যন্তরীণ নৌ-পথে যাত্রী ও মালামাল পরিবহনের জরিপ।
৮। অভ্যন্তরীণ নৌ-পথের যাত্রী ও মালামালের ভাড়া নির্ধারণ, যাত্রীবাহী নৌ-যানের সময়সূচী অনুমোদন।
৯। গ্রমীণ নৌ-পরিবহন ব্যবস্থার উন্নয়নে দেশীয় নৌকার মান উন্নয়ন, যান্ত্রিকীকরণ।
১০। অন্যান্য পরিবহন মাধ্যম ও সমূদ্র বন্দরের সংগে সমন্বয় প্রতিষ্ঠা।
১১। নৌ-কর্মীদের জন্য প্রশিক্ষণ প্রদান।
সমগ্র দক্ষিন অঞ্চলের নদী রক্ষণাবেক্ষণ ও নদী শাসন বিআইডব্লিউটিএ এ বরিশাল শাখার বিভিন্ন দপ্তর দ্বারা সম্পাদিত হয়ে আসছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস